Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বিআরডিবি

সীতাকুন্ড উপজেলার বিআরডিবি’র বিভিন্ন কর্মসূচীর কার্যক্রমের প্রতিবেদন ইউনিয়নওয়ারীঃ-

 

১। আবর্তক ঋণ কর্মসূচী (কৃষি) উদ্দেশ্যঃঅত্র উপজেলার কৃষকদের মাঝে আর্থিক উন্নয়নের জন্য এই কর্মসূচী গ্রহণ করা হয়। শুরু থেকে এই পর্যন্ত ৩৪৮,৯৩ লক্ষ টাকা ঋণ বিতরণ করা হয়।

 

২। মহিলা উন্নয়ন কর্মসূচী উদ্দেশ্যঃঅত্র উপজেলার গ্রামীন মহিলা জনগোষ্ঠীর দারিদ্র বিমোচনের জন্য এই কর্মসূচী গ্রহণ করা হয়। ৭৩৬.৪২ লক্ষ টাকা এই পর্যন্ত ঋণ বিতরণ করা হয়।

 

৩। সদাবিক কর্মসূচীর উদ্দেশ্যঃঅত্র সমগ্র উপজেলার গরীব জনগনের মাঝে ঋণ বিতরণ করে তাদের ভাগ্য উন্নয়ন করা এই কর্মসূচীর কাজ।  ২৩২.৪৫ লক্ষ টাকা এই পর্যন্ত বিতরণ করা হয়।

 

৪।পল্লী প্রগতি প্রকল্পের উদ্দেশ্যঃগ্রামীন জনগোষ্ঠীর জীবন যাত্রার মান উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য প্রতি উপজেলায় একটি ইউনিয়ন নির্বাচিত হয়। সীতাকুন্ড উপজেলায় মুরাদপুর ইউনিয়নের উক্ত প্রকল্প চালু আছে। উক্ত ইউনিয়নে দল গঠনের মাধ্যমে ঋণ কার্যক্রম পরিচালিত হয়। বর্তমানে ১৫০.২৭ লক্ষ টাকা ঋণ বিতরণ করা হয়।

 

৫। অস্বচ্ছল মুক্তিযোদ্ধা কর্মসূচীর উদ্দেশ্যঃঅত্র উপজেলায় মুক্তিযোদ্ধা ও তাঁদের পোষ্য দের মধ্য ঋণ বিতরণ করে তাঁদের আর্থিক সচ্ছলতা আনায়ন করা এই কর্মসূচীর উদ্দেশ্য। শুরু হতে অদ্যাবধি পর্যন্ত ৫৫.৩১ লক্ষ টাকা ঋণ বিতরণ করা হয়।

 

বিভিন্ন কর্মসূচীর ইউনিয়নওয়ারী কার্যক্রমের তালিকাঃ-

 

ক্রঃ নং

প্রকল্প/কর্মসূচীর নাম

ইউনিয়ন ওয়ারী

সন

ঋণ বিতরন

ইউনিয়নের নাম

কতজন সদস্য

০১

আবর্ত্মক ঋণ কর্মসূচী

২০১৪-১৫

২১.১২

১নং ইউপি-   ৪.১৭

২নং ইউপি- ১০.৪৫

৯নং ইউপি-   ৩.৫০

পৌরসভা-     ৩.১০

১৬ জন

৩৪ জন

০৯ জন

২৫ জন

০২

মউ কর্মসূচী

 ৮.৬০

৭নং ইউপি-   ৪.৪০

৪নং ইউপি-   ১.২৫

পৌরসভা-     ১.৯৫

২২ জন

১২ জন

০৯ জন

০৩

সদাবিক

 ৫.৭৪

৭নং ইউপি-   ৩.৬২

১০নং ইউপি-  ২.১২

২৬ জন

১৬ জন

০৪

পল্লী প্রগতি প্রকল্প

 ৯.০০

৪নং ইউপি-   ৯.০০

৬৭ জন

০৫

অস্বচ্ছল মুক্তিযোদ্ধা

 ০.২০

১নং ইউপি-     .২০

 ১ জন

 

   সর্বমোট

৪৪.৭৬